কালিগঙ্গা নদীতে সেতু নির্মাণ কাজ শুরু

জেলার কালিগঙ্গা নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতু নির্মাণ কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতোমধ্যেই সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং মূল সেতুর কাজ শুরু হয়েছে। ১১৫ কোটি টাকা বরাদ্দের ৬শ’ মিটার দৈর্ঘ্য ৭.৩২ মিটার প্রস্থ এবং ১২ মিটার উচ্চতার সেতুটি নির্মাণ করা হবে।
এ সেতুর কাজ শুরু হওয়ায় পিরোজপুর সদর, নেছারাবাদসহ কয়েকটি উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে। ২০২০-২১ অর্থবছরে এ সেতুটির নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মূক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। নেছারাবাদের সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ও গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান সুব্রত কুমার ঠাকুর জানান এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এ সেতুটি নির্মাণ হলে।
তারা আরও বলেন, নেছারাবাদের ৮ ইউনিয়নের লাখো মানুষ সরাসরি সড়ক পথে জেলা সদরে যাতায়ত করতে পারবে। এছাড়া এ অঞ্চল থেকে জেলা সদরে যেতে যেখানে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগত সেখানে সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে পিরোজপুরে পৌঁছানো যাবে। ফলে অর্থ ও সময় সাশ্রয় হবে এবং মানুষের সীমাহীন কষ্ট লাঘব হবে।