‘খালেদার সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার’

কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অসুস্থ খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। আমি তাদের বলেছি, তার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামীতেও যা যা করার প্রয়োজন তার সবই করা হবে, তবে তা হবে জেল কোড অনুযায়ী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ ও জেলকোড অনুযায়ী আলোচেনা দরকার। তাদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত জানানো হবে। আর চিকিৎসার জন্য জেল কোডের বাইরেও যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমরা আলোচনা করে তা নেবো।

 

এস/