খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি, অসম্মতি খালেদার

চিকিৎসার জন্য আজ ১০ মার্চ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার কথা  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিএসএমএমইউতে যাবেন না  বলে জানিয়েছেন তিনি।

পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ কথা জানান ।

জানা যায়, তিনি কেন সেখানে যাবেন না সেই কারণ স্পষ্ট করেননি। আজ রোববার (১০ মার্চ)  দুপুর তাকে আনতে চাইলে তিনি আসতে অনীহা জানান।

তবে হাসপাতালে আনার প্রস্তুতি স্বরূপ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। যে রাস্তা দিয়ে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হবে সেইসব রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, খালেদার জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও কর্ম তৎপরতা চোখে পড়েছে। হাসপাতাল ও এর আশপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।

 

আজকের বাজার /মিথিলা