গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়,আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট ভোর পাঁচটা ৫৫ তে পৌছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট এসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান,ফায়ার ফাইটাররা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। এর আগেও এই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। আগের ঘটনার পর এ ব্যাপারে কয়েকবার ব্যবস্থা নিতে মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও কিন্তু তারা ব্যবস্থা নেওয়া হয়নি।