গ্যাস আসতে শুরু করেছে রামপুরায়

পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় বসবাসকারী।

জানা গেছে, ১৬ অক্টোবর রোববার দিবাগত রাত ২টার পর এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ার সেলিম অর্থসূচকে জানান, রাজধানীর রামপুরা এলাকায় গ্যাস লাইনের সংস্কার কাজের সময় ৬ ইঞ্চি একটি পাইপ লাইন কাটা পরে।

তিনি বলেন, সর্বশেষ পাওয়া তথ্য মতে, তবে সকাল সাড়ে ১০ টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। যদিও এখনো আমার নিজের এলাকা খিলগাঁওয়ে গ্যাস আসেনি। তবে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

এদিকে রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, খিলগাঁওসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। চুলা না জ্বলায় সকাল থেকে রান্না করতে পারেনি অনেকেই। রেস্টুরেন্টগুলোতে সকাল থেকে দেখা গেছে লম্বা লাইন।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭