চট্টগ্রামে আরও ২ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও দুজন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৮৯টি নমুনা পরীক্ষার পর আরও দুজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তারা হলেন- নগরীর নগরের আগ্রাবাদ ছোট পোলের শান্তিবাগ ও হালিশহর থানার নয়াবাজার এলাকার বাসিন্দা। দুজনের (পুরুষ) বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ২ হাজার ৯১ জনের করোনা পরীক্ষায় শুধু চট্টগ্রামে ৪৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে শনিবার থেকে নগরীর পাহাড়তলীস্থ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়েরও করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। সেখানে সারাদিনে ২০টি পরীক্ষা সম্পন্ন হলেও কতজনের করোনা পজেটিভ তা জানা যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।