চট্টগ্রামে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে চট্টগ্রাম নগরীর যান চলাচল বাধার মুখে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার আমিন জুটমিল এলাকা এবং সীতাকুন্ডের হাফিজ জুট মিল এলাকায় সামনে সড়কে অবরোধ করে শত শত শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করে। ফলে নগরীর মুরাদপুর অক্সিজেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

আন্দোলনরত আমিন জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবী আদায়ে পাটকল শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামের পাটকল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। সরকার দাবী বাস্তবায়ন না করলে আরো কর্মসূচী ঘোষণা করা হবে।

অবরোধ চলাকালে নগরীর বায়েজিদ এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা রেললাইনও অবরোধ করে। কিছু সময়ের জন্য রেল চলাচলও বিঘ্নিত হয়। দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।