চাষাবাদের জমি রক্ষা ও অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ রোধে মহাপরিকল্পনা করুন: প্রধানমন্ত্রী

চাষযোগ্য জমি রক্ষা এবং ফসলের জমিতে অপরিকল্পিত ভবন, সড়ক ও ঘরবাড়ি নির্মাণ রোধের জন্য প্রতিটি উপজেলায় একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেন, ‘আমরা মাঠ, স্কুল, কলেজ ও চাষযোগ্য জমির স্থান রাখার জন্য প্রতিটি উপজেলায় একটি মাস্টার পরিকল্পনা করতে পারি। আমরা যদি সঠিকভাবে এটি করতে পারি, মানুষ তা গ্রহণ করবে। আমি মনে করি, আমাদের এ ধরনের কাজ দরকার।’

‘তৃণমূল পর্যায়ে মাস্টার পরিকল্পনা প্রণয়ন করতে পারলে আমরা দ্রুত উন্নয়ন লাভ করতে সক্ষম হবো,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন, যাতে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ আরও সফলতা অর্জন করতে পারে।

‘আমাদের দেশ দ্রুত এগিয়ে যাবে যখন আমরা দারিদ্র্যমুক্ত হবো,’ বলেন শেখ হাসিনা।

বাংলাদেশের অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ছোট জায়গায় বসবাস করা এতো বিপুল সংখ্যক মানুষের চাহিদা মেটানো একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের তা করতে হবে।’

অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এসময় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক এবং মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ