জাতিসংঘের শীর্ষ দূতকে সোমালিয়া ত্যাগের নির্দেশ

সোমালিয়ার সরকার জাতিসংঘের শীর্ষ দূতকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির সার্বভৌমত্বের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের জন্য তাকে অভিযুক্ত করা হয়।

সাম্প্রতিক সহিংসতায় সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে সংস্থার কর্মকর্তা নিকোলাস হেসম উদ্বেগ প্রকাশ করার কয়েকদিন পর নির্দেশ দেয়া হয়। দেশটিতে সাম্প্রতিক এ সহিংসতায় বেশ কয়েকজন প্রাণ হারায়।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সোমালিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নিকোলাস হেসম এ দেশে আর কাজ করতে পারবেন না।’

তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ