জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাস ৮৭.৯০ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষায় চলতি বছরে ৮৭.৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এবছর মোট ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন শিক্ষার্থী পাস করেছে। গত বছরের চেয়ে এবার ৫৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী বেশি পাস করেছে। ফলে পাসের হারও গত বছরের চেয়ে ২. ০৭ শতাংশ বেড়ে ৮৭. ৯০ শতাংশ হয়েছে।’

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে খুদে শিক্ষার্থীদের ফলের অনুলিপি হস্তান্তরের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশকালে মন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। যা গত বছরের থেকে ১০ হাজার ৩৩৪ জন বেশি।

সূত্র: ইউএনবি

আজকের বাজার/লুৎফর রহমান