ডিএনসিসি উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আতিকুলের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান রোববার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে উত্তর সিটির রিটার্নিং অফিসার আবুল কাসেমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে শনিবার রাতে এক বৈঠকে ডিএনসিসর মেয়র পদে বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনের পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণের (দক্ষিণ সিটি করপোরেশন) ৩৬টি সম্প্রসারিত ওয়ার্ডের সাধারণ এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ