ঢাবি বৈশাখী কনসার্টের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে আয়োজিত কনসার্টের জন্য নির্মিত মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোমল পানীয়ের ব্র্যান্ড মোজোর স্পন্সরে পহেলা বৈশাখ বরণে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই কনসার্টের আয়োজন করে। এতে জেমস, মিলা, ওয়ারফেজ, আর্টসেল ও ফিড ব্যাকসহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে।

শনিবার রাত ১টার দিকে ১০০-১৫০ জনের দল মঞ্চ ও কনসার্টের বিভিন্ন জিনিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। তারা স্পন্সর কোম্পানির ১৭টি রেফ্রিজারেটর ভাঙচুর করে।

এদিকে এ ঘটনার পরপরই নেতাকর্মীসহ অনুষ্ঠানস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

আজকের বাজার/এমএইচ