দরপতনের শীর্ষে বিআইএফসি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর  ৪০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ২০  পয়সা বেচাকেনা হয়েছে। ১১৫ বারে কোম্পানির ১ লাখ ৬৬ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল  ৮ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানি। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ২২৮ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে। এক হাজার ৮৮৯ বারে কোম্পানির ৪ লাখ ৭৯ হাজার ২০৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নুরানি ডাইং, এম.এল ডাইং, বিডি ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ও মেঘনা কনডেন্স মিল্ক।