দর বেড়ে শীর্ষে এসিআই ফর্মুলেশনস

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়েে বেশি দর বেড়েছে যেসব প্রতিষ্ঠানের তাদের মধ্যে শীর্ষ স্থানে আছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়াররের দর বেড়েছে ১০ শতাংশ বা ১৪ টাকা ৯০ পয়সা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ১৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৪৭৬ বারে ১ লাখ ৫০ হাজার ২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা।

টপ গেইনারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ৬০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন প্রতিষ্ঠানটি ৩৮১ বারে ১৮ লাখ ৭৪ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা। শেয়ার সর্বশেষ ৪২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৫৪ বারে ৭ লাখ ৮৬ হাজার ১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৯ হাজার টাকা।

টপ গেইনারের অন্য প্রতিষ্ঠানগুলো হলো : এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল সরীয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়টি মিউচুয়াল ফান্ড, এসিআই কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও লিব্রা ইনফিউশনস লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা