দর হারানোর শীর্ষে ওয়ান ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শতাংশের দিক দিয়ে দর হারিয়ে শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৪৮ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪০ বারে ১০ লাখ ৮৭ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮১৩ বারে ৩৫ লাখ ১৮ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এফএএস ফিন্যান্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯১৮ বারে ৩৮ লাখ ১৬ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার টাকা।

টপ লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- আরএন স্পিনিং, জাহিন টেক্স, ইউনাইটেড ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স ও সাউথইস্ট ব্যাংক।

 

আজকের বাজার /মিথিলা