নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সেমবার সূচকের পতনে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। আর লেনদেনের এক ঘন্টায় ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৮৫ টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৩০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির দর কমেছে ১৭৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।

অপরদিকে এসময় দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে। লেনদেন হওয়া ৮১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৬ টির দর বাড়ে ৩৬টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৯ টির দর।

 

আজকের বাজার/মিথিলা