পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

পঞ্চগড়ে বুধবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। বুধবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালের এই দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান কনকনে ঠান্ডায় পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রায় সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। বিকাল থেকে সকাল ৯/১০টা পর্যন্ত হিম বাতাস ও ঘনকুয়াশা পড়ায় শীতের দাপটে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা। এদিকে শীত মৌসুমে অসহায় দিনমজুর, খেটে খাওয়া মানুষ রিকশা-ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিকদের শীতবস্ত্রের পাশাপাশি আর্থিক সহায়তা বা খাদ্যদ্রব্য সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান