পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর মালিবাগের বাসিন্দারা

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) সরবরাহের অভাবে গত তিন দিন ধরে ভয়াবহ পানির সংকটে পড়েছেন জোন-৬ এর আওতাধীন রাজধানীর মালিবাগ এলাকার বাসিন্দারা।

ইউএনবির সাথে আলাপকালে ওই এলাকার কিছু বাসিন্দা অভিযোগ করে বলেন, শনিবার সকাল থেকে ওয়াসা কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চাহিদা মেটানোর মতো পানিও সেখানে সরবরাহ করতে পারেনি।

ফারজানা তাহসিন নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘পানি না পাওয়ায় এই প্রচণ্ড গরমে আমরা চরম দুর্দশার মধ্যে পড়েছি।’

আলমগীর হোসেন নামে মালিবাগ এলাকার এক বাসিন্দা বলেন, ‘শনিবার থেকে আমরা পানি পাচ্ছি না। এখন আমাদের জার বা বোতলজাত পানি কিনতে হচ্ছে।’

চলমান পানি সংকটের কারণে গৃহস্থলীর কাজ করা সম্ভব হচ্ছে না জানিয়ে রাশিদা বেগম নামে ওই এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘সরবরাহ না থাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পানি এনে ব্যবহার করছি।’

মালিবাগ এলাকার মারুফ মার্কেটের হোটেল ম্যানেজার রাব্বি আখন্দ জানান, শুক্রবার তারা কিছুটা নোংরা পানি পেয়েছিলেন।

‘এরপর থেকে এখন পর্যন্ত কোনো পানি আসেনি। এটি আমাদের প্রথম অভিজ্ঞতা নয়। প্রতিনিয়তই আমরা এ ধরনের সংকটের মুখোমুখি হই,’ বলেন তিনি।

ইউএনবির সাথে আলাপকালে ঢাকা জোন-৬ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা পুরানো লাইনের পরিবর্তে একটি নতুন পানির লাইন স্থাপন করছি। এ কারণেই স্থানীয়রা পানি সংকটে পড়েছেন। শনিবার পুরানো লাইন বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছি। আমরা আশা করি সোমবারের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে।’