বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ভারত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে ভারত অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।
বৈঠকে ঐতিহাসিক এ আয়োজনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় হাই কমিশনার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যাপারে কামাল আবদুল নাসের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও বঙ্গবন্ধুর সাথে ভারতের জনগণের আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করে দু’দেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।