বাংলাদেশ আইএলওর গভর্নিং বডির ডেপুটি মেম্বার নির্বাচিত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র গভর্নিং বডির ডেপুটি মেম্বার নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নেপাল ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এই সম্মান অর্জন করেছে।

সোমবার জেনেভায় চলমান আইএলও’র সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাব-কমিটিতে তিন দেশ অংশ নেয়। বাংলাদেশ সর্বোচ্চ ১৯০টি ভোট পেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গভর্নিং বডির মেম্বার নির্বাচিত হয় বলে শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অংশগ্রহণকারী বাকি দুই দেশের মধ্যে নেপাল ১৭৩টি ও পাকিস্তান ১৫০টি ভোট পেয়েছে। এ সম্মেলন ৪ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭