বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এই মেলার উদ্বোধন করেন।

বাগেরহাট জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন ফলজ, বনজসহ নানা ধরনের বৃক্ষ নিয়ে প্রায় অর্ধশত নার্সারি অংশ নিয়েছে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত স্বাধীনতা উদ্যানে চলবে এই মেলা।

বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন ও বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।

এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়।