বার্সেলোনাকে বাঁচালেন স্টেগেন

অ্যাওয়ে ম্যাচে সাম্প্রতিক ফ্লপ-শো বজায় রাখল বার্সেলোনা৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন লিগে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা ম্যাচটি গোলশূন্য ভাবে শেষ হয়৷

মশুমে প্রথমবার বার্সা জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি৷ কিন্তু মাত্র ৩০ মিনিট খেলেন বার্সা তারকা৷ তবে এর মধ্যে বিশেষ সুবিধা করতে পারেনি মেসি৷ তাঁকে অবশ্য সুযোগ কাজে লাগাতে দেয়নি ডর্টমুন্ডের ডিফেন্ডাররা৷ ঘরের মাঠে বার্সকে ছাপিয়ে যায় জার্মানির এই দলটি৷

এদিন শুরুটা ভালো করে ডর্টমুন্ড৷ ম্যাচের প্রথম দশ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে বেশ কবার ভীতি ছড়ায় জার্মান দলটি। যদিও বারবার লক্ষ্যভ্রষ্ট ডর্টমুন্ডের ফরোয়ার্ডরা৷ অন্যদিকে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বার্সেলোনা বরাবরের মতোই অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করলেও গোল করতে পারেনি৷

প্রথমার্ধে অবশ্য এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড৷ ২৫ মিনিটে সতীর্থের পাশ ডি-বক্সে পেয়ে মার্কো রয়েস শট নিলেও পায়ে ঠেকিয়ে তা আটকে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে লুইস সুয়ারেজের শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ডের গোলরক্ষক। এর কিছু পরেই গোল খেতে বসেছিল বার্সা। ডি-বক্সে স্যানচোকে ডিফেন্ডার নেলসন সেমেদো ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। তবে রয়েসের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে আটকে দেন টের স্টেগেন।

এরপর ম্যাচের ৭৫ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন জার্মান ফরোয়ার্ড রয়েস। বার্সেলোনার রক্ষণে চাপ বাড়িয়ে কয়েক মিনিটের ব্যবধানে আরও দু’টি সুযোগ নষ্ট করে জার্মান দলটি। ব্রান্ডটের জোরাল শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে তার আরেকটি প্রচেষ্টা রুখে দেন বার্সা গোলরক্ষক।

লিগের গত দুই ম্যাচে ভিন্ন দু’টি রেকর্ড গড়া আনসু ফাতি এই ম্যাচে মাঠে নেমেই আরেকটি কীর্তি গড়েন। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলারের রেকর্ড গড়েন ফাতি। ৬০ মিনিটে তাঁকে বসিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ। চোট কাটিয়ে ফেরা অধিনায়কও পারেননি দলকে গোল উপহার দিতে পারেননি।

আজকের বাজার/লুৎফর রহমান