বিওতে বোনাস প্রেরণ করেছে ৮ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ইয়াকিন পলিমার, আমরা নেটওয়ার্কস এবং আমরা টেকনোলজিস।

জানা গেছে, কোম্পানিগুলোর ঘোষিত বোনাস শেয়ার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলিফ ইন্ডাস্ট্রিজ ৭ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং ৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ, ন্যাশনাল টিউবস ১০ শতাংশ, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার ১০ শতাংশ, ইয়াকিন পলিমার ৫ শতাংশ, আমরা নেটওয়ার্কস ৬ শতাংশ এবং আমরা টেকনোলজিস শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দেয়। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।