বিকাল ৩টায় দ্বার খুলছে অমর একুশে গ্রন্থমেলার

বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা’ আজ শুক্রবার শুরু হবে। বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন-একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়া বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ (ভারত), প্রখ্যাত লেখক-সাংবাদিক ও গবেষক মোহসেন আল-আরিশি (মিশর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ দেয়া হবে।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা পরিদর্শন করবেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ