বিক্রেতা সংকটে হল্টেড ২ কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সাফকোং স্পিনিং লিমিটেডের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ২ লাখ ৭২ হাজার ৮১৫টি শেয়ার ৬২.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৭ শতাংশ বা ৫.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৬২.৩০ টাকায় লেনদেন হয়।

সাফকোং স্পিনিংয়ের ক্রেতার ঘরে ২ লাখ ৬৮ হাজার ২৯০টি শেয়ার ১৮.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬৯ শতাংশ বা ১.৬০ টাকা বেড়ে সর্বশেষ ১৮.১০ টাকায় লেনদেন হয়।