বিশ্বকাপে শচিনের ‘ধারাভাষ্যকার’ অভিষেক

বিশ্বকাপে এবার নতুন আঙ্গিকে ‘ধারাভাষ্যকার’ হিসেবে অভিষেক ঘটলো ভারতীয় কিংকদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকারের। ইংল্যান্ড এন্ড ওয়েলসে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হওয়া আইসিসি দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন টেন্ডুলকার। ‘শচিনস ওপেনস এগেইন’ নামে নিজের সেগমেন্টে হিন্দি ও ইংরেজীতে ধারাভাষ্য দেন ক্রিকেটে সর্বোচ্চ রানের এ মালিক।
ভারতের হয়ে ছয়টি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ২২৭৮ রান করেন টেন্ডুলকার।
২০১৩ সালে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নেয়া টেন্ডুলকার ২৪ বছরের ক্যারিয়ারে মোট ৩৪,৩৭৫ রান করেছেন।