বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে মাইক পম্পেও’র বিবৃতি

আজ বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পররাষ্ট্র মন্ত্রণানালয়ের এক প্রেস বিবৃতিতে বলেন, আজ এই দিনে যুক্তরাষ্ট্র বিশ্বের সকল মানবিক ও মানবাধিকার কর্মীদের প্রতি শ্রদ্ধা জানায়। জীবনকে বাজী রেখে এবং বিপদ সংকুল পরিস্থিতিতে বিশ্বজুড়ে সে লক্ষ লক্ষ মানবিক কর্মী ও স্বেচ্ছাসেবকরা অসহায়, সাহায্যপ্রার্থী মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের আজ স্বরণ করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র প্রতিবছর বাস্তুচ্যুতি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিবিধ দুর্যোগে দেশে এবং বিদেশে মানবিক সাহায্য দিয়ে থাকে। গত বছর ২০১৮ সালে প্রায় ৮০০ কোটি টাকার বিনিময়ে বিশ্বজুড়ে ১ কোটি মানুষের জন্য খাদ্য, বাসস্থান, পরিষ্কার পানি, পয়নিষ্কাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়াও যুক্তরাষ্ট্র মানবিক ও মানবাধিকার কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে থাকে।

আজকের বাজার/লুৎফর রহমান