ভারতে প্রবল তুষারপাতের কারণে ৪৫ ট্রেকার নিখোঁজ

ভারতের হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের কারণে পর্বতে ট্র্যাকিং করতে গিয়ে ৪৫ জন নিখোঁজ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার এ খবর দেয়।

নিখোঁজ ৪৫ জনের মধ্যে ৩৫ জন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র (আইআইটি) শিক্ষার্থী।

এদের সকলে হিমাচলের লাহাহুল-স্পিতি জেলার পর্বতে ট্র্যাকিং করতে যায়। কিন্তু প্রবল তুষারপাতের কারনে তারা আটকা পড়ে। নিচে নামতে ব্যর্থ হয়।

নিখোঁজ এক ছাত্রের পিতা রাজিব সিং বার্তা সংস্থাকে বলেন, ‘ট্র্যাকাররা সকলে হামতা এলাকায় ট্রেকিং করছিল। তাদের পর্যটন এলাকা মানালিতে ফেরত আসার কথা ছিলো। কিন্তু তাদের খোঁজ মিলছে না।’

সিমলার একজন সরকারি কর্মকর্তা বলেন, নিখোঁজ ট্র্যাকারদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ভারতীয় বিমান সেনাসহ যে উদ্ধারকারী দল তৎপর রয়েছে আমরা আশা করছি তারা সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হবে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএমই