মায়ের মৃত্যুতে খাওয়ালেন দেড় হাজার জনকে, সবাই কোয়ারেন্টিনে!

দুবাই ফেরত এক ব্যাক্তি তার মায়ের মৃত্যুতে এলাকার দেড় হাজার মানুষকে দাওয়াত করে খাইয়েছেন। পরে জানা গেল ওই ব্যাক্তি এবং তার পরিবারের ১১ সদস্যের সবাই করোনাভাইরাসে আক্রান্ত।

খবর পেয়ে কর্তৃপক্ষ এলাকায় এসে পুরো কলোনিটি লকডাউন করে দিয়েছে। কেউ যাতে এখানে প্রবেশ বা এখান থেকে বের হতে না পারে সে জন্য বসানো হয়েছে কড়া পাহারা। এক কথায় গোটা এলাকার মানুষ এখন কোয়ারেন্টিনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মরেনা জেলায়। খবর এনডিটিভির।

জানা গেছে, সুরেশ নামে ওই ব্যাক্তি দুবাইয়ে একটি বিলাসবহুল হোটেলে ওয়েটারের কাজ করতেন। গত ১৭ মার্চ তিনি ভারতে আসেন এবং তার মায়ের মৃত্যুর পর ২০ মার্চ একটি বিশেষ ভোজের আয়োজন করেন। এরপর গত ২৫ মার্চ তার দেহে করোনার উপসর্গ দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে ওই ব্যাক্তি ও তার স্ত্রীর দেহে করোনার জীবাণু পাওয়ার পর গত বৃহস্পতিবার ওই দম্পতিকে আইসোলেশনে নেয়া হয়।

এরপর তার ১০ আত্মীয়-স্বজনের স্বাস্থ্য পরীক্ষা করেও করোনাভাইরাস পা্ওয়া যাওয়ার পর গোটা এলাকাটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

আজকের বাজার / এ.এ