মিন্নির জামিন বাতিলের শুনানি শেষ, তদন্তের নির্দেশ

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে আসামি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।

একইসঙ্গে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু।

চলতি বছরের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরদিন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, তাতে প্রধান সাক্ষী করা হয মিন্নিকে।

এর পর মিন্নির শ্বশুর তার ছেলেকে হত্যায় পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত হয়। এরইমধ্যে গেল বছরের ১৬ জুলাই বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ।

আজকের বাজার/এমএইচ