মি টু ঝড়: ভারতীয় মন্ত্রী এমজে আকবরের পদত্যাগ?

যৌন হয়নরানির অভিযোগে একের পর একে মুখ খুলতে শুরু করেছে ভারতীয় নারীরা। যার নাম দেয়া হয়েছে ‘মি টু’। এবার মি টু ঝড়ে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর?

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে এমজে আকবর ইমেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

রোববার সকালে পশ্চিম আফ্রিকার দেশ থেকে দিল্লির বিমানবন্দরে পা রাখা মাত্রই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। খবর ইউএনবি।

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে প্রশ্ন করা হলে পরে বিবৃতি দেয়ার কথা জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি দেশটির দুই নারী সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর নিজ দলের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসের দ্বারা সমালোচিত হন তিনি।

ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণ্যমাধ্যমেও ভাইরাল হওয়া মি টু ঝড়ে প্রথমবারের মতো এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির পদত্যাগের ঘটনা ঘটল।

এদিকে ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যমে এনডিটিভি তাদের সূতের বরাত দিয়ে জানিয়েছে এখনই পদত্যাগ করছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

আজকের বাজার/এমএইচ