মুক্তিযুদ্ধ নিয়ে কথা কাটাকাটি : পাকিস্তানিদের হাতে বাংলাদেশি খুন!

মুক্তিযুদ্ধ নিয়ে কথাকাটাকাটির জেরে দুবাইয়ে কর্মরত এক বাংলাদেশি খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ওই প্রবাসীর নাম, মো. রফিকুল ইসলাম রফিক (৫৬)।তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে। পিতার নাম মো. সিদ্দিকুর রহমান।

আজ শনিবার রফিকুল ইসলামের স্ত্রী জহুরা বেগম এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়,দীর্ঘ দিন ধরে দুবাইতে একটি কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতেন রফিকুল। গত কয়েক দিন আগে ওই কোম্পানীতে বেশ কয়েকজন পাকিস্তানি শ্রমিকের সঙ্গে বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রফিকুল ইসলামের কথাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানি শ্রমিকরা রফিকুলকে দেখে নেয়ার হুমকি দেয় বলে টেলিফোনে জানিয়েছিল। ঘটনার তিন চারদিন পর রফিকুল কোম্পানীতে কাজ করতে গেলে পাকিস্তানি ঐ শ্রমিকরা প্রতিশোধ হিসেবে রফিকুলকে নির্মমভাবে খুন করে লাশ ঝুলিয়ে রাখে।

শুক্রবার নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের এক যুবক দুবাই থেকে রফিকুলের বাড়িতে খুনের বিষয়টি টেলিফোনে জানায়।

আজকের বাজার / এ. এ