মুক্তি পেয়েছেন গাদ্দাফির ছেলে সাইফ

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।

১১ জুন রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেসামরিক বাহিনী আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়নের বরাত দিয়ে এতে জানানো হয়েছে, গত শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে জনসম্মুখে যেতে দেওয়া হয়নি।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সাইফ আল ইসলাম গাদ্দাফিকে মুক্তি দেওয়ায় দেশটিতে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কায় জনসম্মুখে যেতে দেওয়া হচ্ছে না সাইফকে। মুয়াম্মার গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি ছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি। ৬ বছর আগে জিনতান এলাকায় বেসামরিক বাহিনী তাকে আটক করে।

বেসামরিক বাহিনীর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাইফকে মুক্ত করা হয়েছে। বেদা এলাকার পূর্বাঞ্চলে স্বজনদের সঙ্গে রয়েছেন তিনি।

এর আগেও সাইফকে মুক্তি দেওয়ার খবর মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে সে সব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আজকের বাজার:এলকে/এলকে/ ১১ জুন ২০১৭