মুজিববর্ষের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে থাকবেন মোদী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন তিনি একটি ভিডিওবার্তা দেবেন বলেও জানা গেছে।

করোনা ভাইরাস সংক্রমণের জন্য ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিদেশি অতিথিদের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তবে ঢাকায় না ‍আসলেও ভারতের প্রধানমন্ত্রী ওইদিন ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান শ্রিংলা।

এর আগে গত ৯ মার্চ, সোমবার বাংলাদেশ সরকারের কাছ থেকে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার আনুষ্ঠানিক চিঠি পেলে মোদীর সফর বাতিল করা হচ্ছে বলে জানায় ভারত।

আজকের বাজার/এ.এ