মেয়রের নেতৃত্বে আবারও কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযান শুরু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে শনিবার দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে পুনরায় শুরু হয়েছে। এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার কারণে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র এ খবর শুনে নিজেই অভিযান পরিচালনার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’

জয়নাগ রোডের কয়েকটি ক্যামিক্যাল গুদামের তালিকা দেখে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বিকাল ৩টার দিকে প্লাস্টিক ও কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বসার আগে মেয়র সাইদ খোকন বলেন, ‘আমরা কোনো গুদামের মালামাল জব্দ করছি না। কাউকে সাজাও দিচ্ছি না। আমরা কেবল হাজার হাজার মানুষের জীবন সেভ করছি। এসব গুদামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।’

এর আগে চকবাজার থানা পুলিশ জানিয়েছে, শনিবার (২ মার্চ) সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম খুঁজে পায়। এরপর ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

বিষয়টি জানার পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। আমি দুপুরে ঘটনাস্থলে যাবো। আমার সামনে অভিযান চলবে। দেখি কে অভিযানে বাধা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাজার/এমএইচ