যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ শুল্কের সম্মুখীন বাংলাদেশি পণ্য

বাংলাদেশি প্রায় সবগুলো পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ শুল্কের সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এ শুল্কের পরিমাণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের মোট মূল্যের ১৫ দশমিক ২ শতাংশ।

সম্প্রতি প্রতিষ্ঠানটি এই বিশ্লেষণ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এই বিশ্লেষণটি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, বাংলাদেশ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। এসব পণ্যের মধ্যে ৯৫ শতাংশ পণ্যই ছিল মূলত অ্যাপারেল ও ফুটওয়্যার জাতীয় পণ্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপ নিয়ে যখন বাণিজ্য যুদ্ধ চলছে পিউ রিসার্চ সেন্টার তখন তাদের এই বিশ্লেষণটি প্রকাশ করে।

একেএ/আরএম