রাজীব হাসানের মৃত্যু: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে বিআরটিসি

দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত ও পরে মৃত্যুবরণ করা  রাজীবের পরিবারকে ১ কোটি টাকা  ক্ষতিপূরণ দেয়ার আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিসি।

বুধবার (৯ মে) ডিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

মঙ্গলবার (৮ মে) বাসের চাপায় হাত হারানো শিক্ষার্থী রাজীবের পরিবারকে এক কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিসি ও স্বজন পরিবহণকে এ অর্থ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আর আগামী এক মাসের মধ্যেই ৫০ লাখ টাকা পরিশোধের নির্দেশও দেয়া হয়।

এই রায়ের প্রেক্ষিতেই আপিল করার সিদ্ধান্ত  নিয়েছে বিআরটিসি।

উল্লেখ্য, ৩ এপ্রিল দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব।পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে স্বজন পরিবহনের একটি বাস গা ঘেঁষে অতিক্রম করে। দুই বাসের চাপায় রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গত ১৭ই এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে রাত ১২টা ৪০ মিনিটে মারা যান রাজীব।

আরজেড/