রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিয়েছে দুদক

রাষ্ট্রপতির কাছে ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন দিয়েছে দুদক।প্রতিবেদনে ৯টি খাতে দুর্নীতি প্রতিরোধের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিবেদন পেশ করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, আয়কর ও শুল্কসহ নয়টি খাতে দুর্নীতি প্রতিরোধের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে দুদকে অভিযোগ এসেছে ১৭ হাজার ৯৫৩, এরমধ্যে আমলে নেয়া হয় ৯৩৭টি। অন্যদিকে, মামলা দায়ের হয়েছে ২৭৩টি। এছাড়া, গেল বছর দুদক পরিচালিত দুর্নীতি মামলার সাজার হার ৬৭ শতাংশ বলে উল্লেখ্য করা হয় প্রতিবেদনে।

আজকের বাজার/আরজেড