রাষ্ট্রপতি পাঁচদিনের সফরে কিশোরগঞ্জে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে আজ কিশোরগঞ্জ পৌঁছেছেন। তিনি এখানে অবস্থানকালে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন রাষ্ট্রপতি। তিনি সফরকালে জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় নিজ গ্রামে এটি তাঁর দ্বিতীয় সফর।

রাষ্ট্রপতিকে বহনকারি হেলিকপ্টারটি আজ দুপুর দুইটায় জেলার অষ্ট্রগ্রাম উপজেলার হেলিপ্যাডে অবতরণ করলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে তাঁকে অর্ভ্যথনা জানান।

রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আজ বিকেলে অষ্ট্রগ্রাম উপজেলা খেলার মাঠে এক জনসমাবেশে রাষ্ট্রপতির যোগ দেয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যায়এখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় অষ্ট্রগ্রাম-নওগাঁ এবং অষ্ট্রগ্রাম-কাস্তুল-বাঁশতলা সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি প্রত্যক্ষ করবেন। তিনি অষ্ট্রগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে এক জনসমাবেশে ভাষণ দেবেন। তিনি এদিন সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ উন্নয়ন কাজের অগ্রগতি প্রত্যক্ষ করতে বুধবার সকাল ১১টায় ইটনা উপজেলায় ইটনা-জেলা সড়ক পরিদর্শন করবেন। তাঁর সফর কর্মসূচির তৃতীয় দিন বুধবার বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে এক জনসভায় তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে। তিনি বুধবার সন্ধ্যায় ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার দুপুর ১২টায় মিঠামইন উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। তিনি এদিন বিকেল ৩টায় স্থানীয় হাজী তৈয়বউদ্দিন স্কুলের সুবর্ণজয়ন্তি অনুষ্ঠানে যোগ দিবেন। রাষ্ট্রপতি রাতে তাঁর নিজ বাড়িতে অবস্থান করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তাঁর পৈত্রিক বাড়ির পাশে অবস্থিত মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি মসজিদের সামনে অবস্থিত তাঁর পিতা মরহুম মো. তায়েবউদ্দিন ও মাতা মরহুমা তমিজা খাতুনের কবরে ফাতেহা পাঠ করবেন।

রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ