লুজারের শীর্ষে স্ট্যাইল ক্রাফট

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৭৩ দশমিক ৮২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪.৫৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫৯ কোটি  ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, রিজেন্ট টেক্সটাইল মিলস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার, ফার্মা এইডস, এমজেএল বাংলাদেশ ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।