শপিংমল খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি শেষ হয়ে যাবে ৩১ মে। এ দিনই দেশের সকল সরকারী ও বেসরকরী অফিসের পাশাপাশি দোকান ও শপিংমলগুলোও খুলছে। তবে এসব দোকান ও শপিংমলসমূহ বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু করা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হাটবাজার, দোকান-পাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯’র) বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।