সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

পুরো সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড। পুরো সপ্তাহে ৯৬ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। আর মোট লেনদেন হয়েছে ২৫ লাখ ৭৯ হাজার ২৫১ টি শেয়ার ।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সাপ্তাহিক লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির ১৫ লাখ ৪৭ হাজার ৬১৬ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইস্টান ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ১ লাখ ৭১ হাজার টাকা। ৮৬ লাখ ৯৪ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন হয় সপ্তাহজুড়ে।

৪৭ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার। কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন হয়েছে সারা সপ্তাহে।

নিউ লাইন ক্লথিংস রয়েছে তালিকার পঞ্চম স্থানে। ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: নূরানী ডাইং এন্ড সোয়েটার,মুন্নু সিরামিকস, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস লিমিটেড।

 

আজকের বাজার /মিথিলা