সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং বাকি চারজনকে খালাস দিয়েছে হাইকোর্ট।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান মিয়া, আসাদ বিন কাদির, আবু তাহের মোহাম্মদ মর্তুজা ও তামজিদ হোসেন বাবু।

খালাস পাওয়া আসামিরা হলেন- আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন, রাজীব হাসান মিয়া ও কাজী মুরাদ।

বুধবার বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশীদ জানিয়েছেন।

এরআগে আদালত গত ৯ জানুয়ারি রায় ঘোষণার জন্য ৩০ তারিখ দিন ধার্য করেছিল।

উল্লেখ্য, দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর জেলা শহরের নীলতলীতে নিজ কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৭ জুন নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরেক আসামি বিচার চলাকালে মারা যান। পরে দণ্ডিতরা হাইকোর্টে আপিল করেন।

আজকের বাজার/এমএইচ