সাধারণ ছুটি প্রত্যাহার করে প্রজ্ঞাপন

৩১শে মে থেকে সাধারণ ছুটি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, বাস, ট্রেন ও নৌপথে চলাচলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। তবে চলাচলের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আলাদা আলাদা নোটিশ দেবে।এছাড়া অফিসে ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি চালুর বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।

এর আগে গতকালই সাধারণ ছুটির মেয়াদ বাড়বে না বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।