সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে সাব-রেজিস্ট্রার অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মোঃ আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় ‘খ’ তফশিলভুক্ত সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় গত ৩০ জুনে সমাপ্ত ভূমি মন্ত্রণালয় বাস্তবায়নাধীন সারা দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প” এর ফলাফল বা লক্ষ্যমাত্রা অর্জন সর্ম্পকে পর্যালোচনা হয় এবং কমিটি এ সংক্রান্ত কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করে।
কমিটি গ্রামীণ জনপদে যেসব রাস্তা অবৈধ দখলে রয়েছে তা চিহ্নিত করার সুপারিশ করে।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।