সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কমছে নদ-নদীর পানি

সিলেটে সবকটি নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে।

বুধবার সিলেটে বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থা বিদ্যমান থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ারার পানি ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে শেওলা পয়েন্টে ৬৭ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এছাড়া কানাইঘাট পয়েন্টে সুরমার পানি ৮৪ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জৈন্তাপুরের সারী নদীর পানি সারী পয়েন্টে ১০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও নিচু এলাকায় বন্যার পানি কিছুটা স্থিতিশীল রয়েছে। কিছু এলাকায় রাস্তা-ঘাট পানির নিচে থাকায় এখনও যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সিলেটের সবকটি পাথর কোয়ারি, ফলে বেকার বসে আছেন লক্ষাধিক পাথর শ্রমিক।

এ পরিস্থিতিতে বন্যায় পানিবন্দী মানুষের মধ্যে বিশুদ্ধ পানির অভাব তীব্র আকার ধারণ করেছে। গো-খাদ্যের সংকটও দেখা দিয়েছে। এছাড়া শুকনো খাবার না থাকায় ত্রাণের অপেক্ষায় রয়েছেন দুর্গত এলাকার মানুষেরা।

তবে সংশ্লিষ্টরা জানায়, প্রশাসন ও বেসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।