সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশিষ্ট গায়ক ও সুরকার সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একাধিক হার্ট এটাকের পরে শরীরের বিভিন্ন অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আজ ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জাতীয় পুস্কার বিজয়ী এই সংগীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সুবীর নন্দী ২০১৯ সালে একুশে পদক লাভ করেন।
সংস্কৃতি ক্ষেত্রে তার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশের সংস্কৃতির অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। সংগীত ও সংস্কৃতির ক্ষেত্রে তার অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মুক্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সুবীর নন্দীকে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়, এর আগে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ট্রেনে ঢাকায় ফেরার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়।
সিএমএইচ এর জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর পরই এই শিল্পীর হার্ট এটাক হয়।