সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের নিম্নমূখী প্রবনতায় লেনদেন শুরু হয় দেশের উভয় পুঁজিবাজারে।সারাদিনই নিম্নমূখী সূচকে লেনদেন চলে। দিনশেষে আজ লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই দর হারিয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমানও কমে গেছে ।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬৭ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫১টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২২২ টির, বেড়েছে মাত্র ৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১০ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫২২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১২৭ টির দর বাড়ে ৭২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৪৭ টির দর।

আজকের বাজার/মিথিলা