সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সারাদিনই নিম্নমূখী প্রবনতায় লেনদেন চলেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যায়। সেই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান ।পাশাপাশি কমে গেছে মোট লেনদেনের পরিমান। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৭ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২১৩ টির, বেড়েছে ৯০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৬৬ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৫০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৪৬ টির,দর বাড়ে মাত্র ৬৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৫ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা