হারিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর মরুভূমি থেকে শিশু উদ্ধার!

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের একটি মরুভূমি থেকে পাঁচ বছর বয়সের এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে হাঁটার সময় বালকটি সেখানে নিখোঁজ হয়। এর ২৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। বালকটি বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছে। খবর এএফপি’র।

সান জুয়ান প্রদেশের বিভিন্ন সংস্থা এবং প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক বালকটিকে সন্ধানের কাজে অংশ নেয়। সাবেক এক মটরসাইক্লিস্ট এ শিশুকে উদ্ধার করে। বালকটিকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেখান থেকে প্রায় ২১ কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করা হয়।
খবরে বলা হয়, সামান্য পানি শূন্যতার কারণে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মঙ্গলবার হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় ক্লারিন সংবাদপত্রকে বলে, ‘আমি ঠান্ডায় কাতর হয়ে পড়েছিলাম। একটি পাথরের ওপর খুবই খারাপভাবে আমি ঘুমিয়েছি।’
বালকটি জানায়, সে একটি জল প্রবাহ থেকে পানি পান এবং ঘাস খেয়েছিল।
বালককে উদ্ধার করা ব্যক্তি আলবার্তো ওনটিভারস বলেন, ‘বালকটি ২৪ ঘণ্টা মরুভূমিতে নিখোঁজ থাকলেও তার তেমন কোন ক্ষতি হয়নি।’
উল্লেখ্য, তাকে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সে এলাকায় বনবিড়ালের বিচরণ রয়েছে।